আজ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং

সাভারে রাতের আঁধারে সন্ত্রাসী বাহিনী বসতবাড়ীতে হামলা, ভাঙচুর ও লুটপাট

নিজস্ব  প্রতিবেদক  

সাভারে জমির দখল নিতে এক বাড়ীতে রাতের আধারে সন্ত্রাসী বাহিনীর হামলাসহ বাড়ি-ঘর ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া উঠেছে।

রোববার দিবাগত রাত ২টার দিকে সাভারের বলিয়াপুরের যমুনা পার্কের পাশে ঘটনায় হামলাকারিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবার।

ভুক্তভোগী গিয়াসউদ্দীন জানান, তিনি তার পরিবারসহ সাভারের বলিয়াপুরের যমুনা পার্কের পাশে রশিদ ও সহিদুল্লাহার ৬০ শতাংশ জমিতে কেয়ারটেকার হিসেবে থাকে। গতকাল রাতে তার পরিবারসহ নিজ বাড়ীতে ঘুমেছিলেন। রাত ২ টার দিকে হটাৎ করে তাদের বাড়িতে ভারি অস্ত্র-স্বস্ত্র নিয়ে ইউনুস, ইয়াকুব, আলম, ইব্রাহিম ও ইউসুফসহ আরও ৭-৮ জন লোক তার বাড়িতে হামলা করে। এসময় গিয়াসউদ্দীনকে অস্ত্র ঠেকিয়ে ছেলে সাব্বিরকে হাত ভেঙ্গে দেয় ও তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এবং তাদের ঘরে থাকা আলমারি ভেঙ্গে নগদ টাকাসহ স্বর্ণলঙ্কার নিয়ে যায়।

জমির মালিক রশিদ বলেন, হটাৎ করে আমার জমিতে বাড়ি করে থাকা অসহায় লোকজনের উপর এভাবে তারা হামলা করবে কখনো ভাবতে পারিনি। এছাড়া আমার জমিতে থাকা চারপাশের বাউন্ডারিও ভেঙ্গে ফেলেছে। বর্তমানে গিয়াসউদ্দীনের পরিবার হুমকির মুখে রয়েছে। যেকোনো সময় তারা আবার হামলা চালাতে পারে। বিষয়টি নিয়ে সাভার থানায় একটি মামলা দায়ের করবো ।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) এ এফ এম সায়েদ বলেন, বিষয়টি আমি এখনো জানি না। থানায় অভিযোগ হলে আমি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ