আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ ইং

মুন্সীগঞ্জে ২১ ইউনিয়নে জয় পেলেন যারা

মো: আহসানুল ইসলাম আমিন, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :

তৃতীয় ধাপে মুন্সীগঞ্জ সদর এবং টঙ্গীবাড়ী উপজেলার ২১টি ইউনিয়নে স্থানীয় সরকার (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মুন্সীগঞ্জের সদর উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক নিয়ে পাঁচ ইউনিয়নে নির্বাচিত হয়েছেন এবং চার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

এদিকে জেলার টঙ্গীবাড়ী উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ছয় ইউনিয়নে নির্বাচিত এবং স্বতন্ত্র ছয় প্রার্থী নির্বাচিত হয়েছেন।

জেলার দুই উপজেলার ২১ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের এগারো জন ও স্বতন্ত্র দশ প্রার্থী নির্বাচিত হয়েছেন। রবিবার ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটপেপার পদ্ধতিতে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে সদর উপজেলার ৯ ইউনিয়নে বিজয়ী হলেন যারা- ১. চরকেওয়ার ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আফসার উদ্দিন ভূঁইয়া, ২. মোল্লাকান্দি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী রিপন হোসেন, ৩.বাংলাবাজার ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন পীর,

৪.আধারা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. সোহরাব হোসেন,৫.শিলই ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পারভেজ মৃধা,৬.পঞ্চসার ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা, ৭.রামপাল ইউনিয়নে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাচ্চু শেখ,৮.মহাকালী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. শহিদুল ইসলাম ঢালী, ৯.বজ্রযোগিনী ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. তোতা মিয়া মুন্সী বিজয়ী হয়েছেন।

টঙ্গীবাড়ী উপজেলার ১২ ইউনিয়নে বিজয়ী হলেন যারা-  ১. কামারখারা ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান খুকু , ২. কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আনিসুর রহমান, ৩.আব্দুল্লাপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুর রহিম মিয়া ,

৪.বালিগাঁও ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী হাজী মো. দুলাল , ৫. আড়িয়ল ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল কাদির হাওলাদার , ৬.আউটশাহি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. সেকান্দার বেপারি , ৭. বেতকা ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রোকনুজ্জামান সিকদার রিগ্যান ,

৮.ধীপুর ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেন মোল্লা, ৯.দিঘীরপাড় ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. আরিফুল ইসলাম হালদার, ১০.হাসাইল-বানারী ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল ইসলাম,১১. যশলং ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন বাবু , ১২. সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মাঝি মো. বেলায়েত হোসেন বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, তৃতীয় ধাপে জেলার দুই উপজেলার ২১টি ইউনিয়নে ২১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য নির্বাচনী মাঠে ৫জন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট, ১৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,

৪ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র‌্যাব, পুলিশের ১৪টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্স ও ১টি রিজার্ভ টিম কাজ করেন। প্রতি কেন্দ্রে ৫জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। ২১টি ইউনিয়নে আইনশৃংখলা বাহিনীর মোট ৪ হাজার ৩৫০ জন সদস্য ইউপি নির্বাচনের দায়িত্ব পালন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ