আজ ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৪ ইং

শেরপুরে ১২০ এমএম মর্টারের গোলা উদ্ধার

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কালাকুমা গ্রামের একটি ফসলি জমির মাটির নিচ থেকে উদ্ধারকৃত গোলা সদৃশ্য বস্তুটি ১২০ এমএম মর্টারের গোলা ছিল। আজ বিকেল ৫টায় উদ্ধারকৃত গোলাটি বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৯/১০দিন আগে নদীর পাড়ে পাথর তুলতে গিয়ে নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামের নূরুল ইসলামের ছেলে হুমায়ুন দামী ধাতব পদার্থ মনে করে বোমাটি নিজ বাড়িতে নিয়ে আসে। পরে সেটিকে বাড়ির সামনে একটি ফসলি জমিতে পুঁতে রাখে।

বিষয়টি এলাকার লোকজনের মধ্যে জানাজানি হয়ে গেলে স্থানীয়রা রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে খবর দেয়
খবর পেয়ে বিজিবি জোয়ানরা ৯মার্চ বিকেলে মাটি খুঁড়ে নিশ্চিত হন এটা একটি বোমা হতে পারে । পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এলাকাটি কর্ডন করে রাখেন এবং সেনাবাহিনীর কাছে সহযোগিতা চান। এ ঘটনায় এলাকায় আতংক দেখা দিলেও প্রশাসন এগিয়ে আসায় তাদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

বাংলাদেশ সেনাবাহিনীর ঘাটাইল ক্যাম্পের ডিসপোজাল ইউনিটের মেজর নাহিদ শারমিনের নেতৃত্বে একটি দল এসে আজ বিকাল ৫টার সময় বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করেন। বোমাটি ১৯৬৭সালের তৈরি। ধারণা করা হচ্ছে ১৯৭১সালের মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ