আজ ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৪ ইং

শেরপুরে আইইডি’র আয়োজনে নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ

শেরপুর প্রতিনিধিঃ

আইইডি’র আয়োজনে ধলায় সম্পন্ন হলো ৩ দিনের নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ।বৃহস্পতিবার, ৪ মার্চ ধলায় শেষ হয়েছে নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ। কোহাকান্দায় অবস্থিত এস হক উচ্চ বিদ্যালয়ে ২০ জন অনুর্ধ ৩০ বছর বয়সী যুব নর নারী ৩ দিনের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। সমাপনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিআইও ওয়ান মোহাম্মদ আবুল বাশার মিয়া। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন,সমাজ, দেশ তথা মানবজাতির উন্নয়নে নেতৃত্ব গুণ বিকাশের কোন বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে তার সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব এই স্বাধীন দেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ার লক্ষ্যে নিজেদেকে নেতৃত্ব গুণে সমৃদ্ধ করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ