রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ধামরাই পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বৃহষ্পতিবার (২৪শে সেপ্তেম্বর) ধামরাই পৌরসভার ০৫ নং ওয়ার্ড ঘড়িদার পাড়ার জনগণ এক মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করেন। এতে এলাকার সকল পেশাজীবি মানুষ এবং গন্যমান্য ব্যক্তিরা অংশ গ্রহণ করেন।
সকলেই অকুন্ঠ সমর্থন ও সহায়তা প্রদানে কথা উল্লেখ করে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় বর্তমান ৫ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন এর সমর্থন করে আসন্ন পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদে এবারও তাদের সমর্থন অব্যাহত থাকবে বলে মতবিনিময় সভায় সকল বক্তাগন আশ্বাস প্রদান করেন ।
এ’সময় আসন্ন পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আলহাজ্ব জাকির হোসেন চৌধুরী বলেন আপনাদের সমর্থন ও ভালোবাসায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আপনাদের নিকট অঙ্গীকার করছি সুখে দুঃখে যে সমস্যায় আপনাদের পাশে ছিলাম আগামীতে পাশে থাকব। আপনাদের সেবা করার মাধ্যমে আপনাদের সমর্থন ও ভালোবাসার যথাযথ মূল্যায়ন করার আপ্রাণ চেষ্টা করব নিরন্তর।