আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

খুলনায় ট্রিপল মার্ডারের ঘটনায় নিহত ও আহতদের বাড়ীতে ইউপি চেয়্যারম্যান মনিরুল ইসলাম

 

খুলনা ব্যুরো প্রধান
জিয়াউল ইসলাম:

খুলনা জেলার খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামে ট্রিপল মার্ডারের ঘটনায় নিহত ও আহতদের বাড়ীতে গিয়ে শোক ও সমবেদনা জানিয়েছেন ফুলতলা উপজেলার ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। গতকাল সকাল ১০ ঘটিকায় ইউপি চেয়ারম্যান তার পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে সন্ত্রাসী হামলার শিকার নিহত ও আহতদের বাড়ীতে বাড়ীতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় তিনি আক্ষেপ করে বলেন এই নিঃসংশ্ব এ ঘটনা ভিন্নখাতে প্রবাহিত ও আমার মান সম্মান হেয় প্রতিপন্ন করার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে। এমনকি আমার ইউনিয়নে সন্ত্রাসী হামলায় তিনটি তাজা প্রান ঝড়ে গেল অথচ সেখানে নিহতদের জানাযায় শরীক হতে পারলাম না। এটা আমি এবং ইউনিয়ন বাসীর জন্য চরম দূর্ভাগ্য। তিনি এলাকার শান্তিপ্রিয় গ্রামবাসীদের আইন হাতে তুলে না নেওয়ার জন্য আহবান জানান একই সাথে জাকার-জাফরিন -মিল্টন বাহিনীর দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ব্যাপারে প্রশাসনের প্রতি আহবান জানান। এসময় তিনি সন্ত্রাসী হামলায় নিহত প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করার ঘোষনা দেন। পরে তিনি ঘটনায় নিহতদের কবর জিয়ারত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ