আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

করোনা পরিস্থিতিতে অনলাইন শিক্ষা ব্যবস্থা

 

গীতা দেবী হালদার

করোনা আজ থমকে দিয়েছে পুরো বিশ্ব । বন্ধ হয়ে গেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শীক্ষার্থীদের পদচারণা । গত মার্চ থেকে বন্ধ হয়ে আছে শিক্ষাপ্রতিষ্ঠান । কবে খুলবে তার কোনো নিশ্চয়তা না থাকায় অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শুরু করেছেন অনলাইন শিক্ষাব্যাবস্থা । সভ্যতার সুচনালগ্ন থেকেই জ্ঞান অর্জনের পথ খুবই অমসৃন । গ্রীক দার্শনিকের সময় থেকেই জ্ঞানপিপাসুদের নানা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে করতে হয়েছে জ্ঞানার্জন । আজ আমরা সভ্যতার ক্রমবিকাশে গবেষনা এবং প্রযুক্তির ফলে করোনা পরিস্থিতেও রুখে দাড়িয়েছি । এতে আধুনিক প্রযুক্তি নির্ভর অনলাইন শিক্ষা বা ই-লার্নিং খুবইগুরুত্ত্বপূর্ন ভুমিকা রাখছে । মার্চের শেষ দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনলাইন ক্লাস নিতে (ল্যাবরেটরিভিত্তিক ক্লাস পরে শেষ করা হবে পরিস্থিতি স্বাভাবিক হলে ) এবং ভর্তি স্থগিত রাখার পরামর্শ দেয় বিশ্যবিদ্যালয়ের শিক্ষকদের এবং বলেন ৬০ % শিক্ষার্থী থাকলেই নেয়া যাবে অনলাইন ক্লাস ।এর পরেই কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় শুরু করে দেয় ই-লার্নিং কার্যক্রম । ই লার্নিং বলতে একটি ইলেক্ট্রনিক ডিভাইসে ইন্টারনেটের মাধ্যমে যে কোন স্থান থেকে শিক্ষা গ্রহন করার প্রক্রিয়া । এই প্রক্রিয়ায় দূর থেকেও শিক্ষার্থীরা শিক্ষা গ্রহন করতে পারে ,কষ্ট করে ক্যাম্পাসে আসতে হয়না । বেসরকারি বিশ্ববদ্যালয়গুলো জুম/ গুগল মিট ব্যবহার করে ক্লাস চালিয়ে যাচ্ছেন ,যেখানে শিক্ষার্থীদের জন্য থাকছে রেকর্ডিং ব্যবস্থা ,যেখানে পুনরায় শুনে বুঝে নিতে পারছে শিক্ষার্থীরা । এভাবে শিক্ষার্থীরা খুব সহজে দুর্যোগপূর্ন পরিস্থিতে পরিবার পরিজন ছেড়ে হাজার প্রতিকূলতার সম্মুখীন না হয়ে শিক্ষা লাভ করতে পারে। জীবন তো থামিয়ে রাখা যায়না , তাই এমন পরিস্থিতে ই-লার্নিং আমাদের শিক্ষা দান করতে সক্ষম হচ্ছে । পৃথিবীর উন্নত দেশগুলোর মত এভাবে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ ।

গীতা দেবী হালদার
আইন বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ