আজ ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৪ ইং

মঠবাড়িয়ায়  বৃদ্ধ মহিলাকে আর্থিক সহায়তা 

 

মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি-আরাফাত রহমান :

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ওই অসহায় বিধবা বৃদ্ধার বাড়িতে গিয়ে পৌছে দেন এ উপহার খাদ্য সামগ্রী মানব কল্যাণ ঐক্য পরিষদের সদস্যরা। বিধবা সালেহা খাতুন মৃত আ. বারেক চৌকিদারের স্ত্রী। উপহার সামগ্রী হলো চাল, মসুরের ডাল, আলু, পেঁয়াজ, লবণ, সয়াবিন তেল, দেশি মুরগী, সাবান, সবজীসহ নগত ২ হাজার টাকা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নুরুল আমীন রাসেল, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সিফাত, সহ প্রচার সম্পাদক জয় ফাহাদ প্রমুখ।

জানা গেছে, হতদরিদ্র বৃদ্ধা বিধবা সালেহা খাতুন করোনা সঙ্কটের মধ্যে সোনা চৌকিদার ও সিদ্দিক চৌকিদার নামে দুই প্রতিবন্ধী ছেলে নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছেন। বিষয়টি জানতে পেরে স্বেচাসেবী সংগঠন মানব কল্যাণ ঐক্য পরিষদের সদস্যরা এ সহায়তা পৌছে যান তাঁর বাড়ি।

সংগঠনের দাতা সদস্য ইউরোপের দেশ মাল্টা প্রবাসী কাজেম আলী স্বপন বলেন, প্রবাসে থেকেও দেশের হতদরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। তিনি আরও বলেন, সুদুর প্রবাসে থেকেও অসহায় মানুষের জন্য কিছু করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।

মানব কল্যাণ ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী কুয়েত প্রবাসী মীর তারেক এ সহায়তা প্রদানে অর্থ, সময় ও শ্রম দিয়ে যারা সহযোগীতা করছেন তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ