আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

পুঠিয়া থানার দুই পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

 

পুঠিয়া প্রতিনিধিঃ আতিক খাঁন :

 

 

পুঠিয়ায় দুই পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত দুই পুলিশ সদস্যরা হলো, পুঠিয়া থানার কনস্টেবল আলিমুল বারেক (৩৬) ও মনিরুল ইসলাম (৩৫)। ৩০ জুন মঙ্গববার সকালে তার রিপোর্ট পজেটিভ আসে।

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার নাজমা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর পুঠিয়া থানায় কর্মরত অবস্থায় আক্রান্ত হন। পরে তাদের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ২৩ জুন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীরা তার নমুনা সংগ্রহ করে রামেক হাসপাতালে ভাইরোলজি বিভাগে পাঠায়।

আজ মঙ্গলবার তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে আলিমুল বারেক উপজেলা সদরের একটি ভাড়াবাসায় এবং মনিরুল ইসলাম পুঠিয়া থানা অস্থায়ী ব্যারাকে আইসোলেশনে থাকবেন। সেখানেই তার চিকিৎসার সুব্যবস্থা করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান জানান, আক্রান্তের বাড়ি এবং পুলিশের অস্থায়ী ব্যারাকটি লকডাউন করা হবে।

প্রতিনিধিঃ আতিকুর রহমান :

পুঠিয়ায় দুই পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত দুই পুলিশ সদস্যরা হলো, পুঠিয়া থানার কনস্টেবল আলিমুল বারেক (৩৬) ও মনিরুল ইসলাম (৩৫)। ৩০ জুন মঙ্গববার সকালে তার রিপোর্ট পজেটিভ আসে।

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার নাজমা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর পুঠিয়া থানায় কর্মরত অবস্থায় আক্রান্ত হন। পরে তাদের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ২৩ জুন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীরা তার নমুনা সংগ্রহ করে রামেক হাসপাতালে ভাইরোলজি বিভাগে পাঠায়।

আজ মঙ্গলবার তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে আলিমুল বারেক উপজেলা সদরের একটি ভাড়াবাসায় এবং মনিরুল ইসলাম পুঠিয়া থানা অস্থায়ী ব্যারাকে আইসোলেশনে থাকবেন। সেখানেই তার চিকিৎসার সুব্যবস্থা করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান জানান, আক্রান্তের বাড়ি এবং পুলিশের অস্থায়ী ব্যারাকটি লকডাউন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ