আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

রক্তদানে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে সেচ্ছাসেবী সংগঠন বিবিএম

 

 

মনিরুল ইসলাম মেরাজ, গাজীপুর শ্রীপুর প্রতিনিধি : 

 

অসহায় মানুষকে রক্ত দিয়ে সহায়তা করার লক্ষে ২০১৯ সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয় সেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বিবিএম। ময়মনসিংহ এর কয়েকজন তরুণ মিলে এই সংগঠন করলেও আজ দেশের বিভিন্ন জেলায় প্রায় ৩০০ সেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে এই সংগঠনে।

সাধারন মানুষকে রক্ত দানে উৎসাহিত করার মাধ্যমে তারা রক্তের জোগান দিয়ে থাকেন।
তারা বিভিন্ন হাসপাতালে ৫০০ এর বেশি অসহায় রোগীকে রক্তের জোগান দিয়েছেন এবং তাদের কাছ থেকে সবসময় রক্ত সহায়তা নেয় এমন থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা ৩০ জন। তাদের মধ্যে কয়েকজন রোগীর মাসে ৩-৪ ব্যাগ রক্তের প্রয়োজন হয়।

বিবিএম এর সেচ্ছাসেবীরা বিভিন্ন গ্রুপে রক্তের জন্য পোষ্ট করে দাতা সংগ্রহ করে এবং আগে থেকেই রক্তের ব্যবস্থা করে রাখেন। তারা রোগীকে রক্ত দানের মাধ্যমে সহায়তা করে বিনামূল্যে। বিবিএম এর সেচ্ছাসেবীরা জানান, সবসময় এমনভাবে মানুষের পাশে থেকে কাজ করবেন তারা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ