আজ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং

স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বানেশ্বর আমের বাজারে 

 

মোঃ ফামিন জামিল
রাজশাহী কলেজ প্রতিনিধি :

আজ ১৯ জুন ২০২০ রোজ শুক্রবার। ছবিটি বানেশ্বর বাজার থেকে তুলা হয়েছে। বাংলাদেশের মধ্য আমের শহর,হলো রাজশাহী। আর রাজশাহীর আমের রাজধানী বলা হয় বানেশ্বরের হাটকে। দেশের মোট আমের চাহিদা প্রায় ৪০/৫০ ভাগ আম বানেশ্বরের হাট পূরণ করে। কিন্ত বিশ্ব যখন করোনা ভাইরাসে আতংকে বাংলাদেশ তখন এর বাহিরে নয়। প্রায় ১ লহ্মের ও অধিক মানুষ আক্রান্ত হয়েছে বাংলাদেশে। তার ধারাবাহিকতায় ২০০০ হাজার ও বেশি ছড়িয়েছে রাজশাহী বিভাগে। কিন্তু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বানেশ্বরের আমের হাটে। সামাজিক দুরত্ব তো কেও মানছে না, তাছাড়াও অনেকে মাস্ক ছাড়াই আম বাজারজাত করতে এসেছে। এমন পরিস্থিতিতে বানেশ্বর হাট যেমন ঝুঁকিপূর্ণ ও বানেশ্বরের আসে পাসের এলাকার মানুষ ও চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ