আজ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৪ ইং

রায়পুরে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

 

মোঃ হৃদয় হোসেন রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি হাসপাতালের ডাক্তারের অবহেলায় এক রোগির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনবস্থায় এ ঘটনা ঘটেছে। মৃত হেলাল উদ্দীন উপজেলার বামনী ইউনিয়নের সাইচা এলাকার লেদু মিয়ার ছেলে।

সন্ধ্যায় মৃত হেলাল উদ্দিনের স্বজনরা জানান, রোববার (০৩ মে) সকালে হেলাল উদ্দীন তার ফসলি জমিতে মুখে মাক্স না পড়ে জীবানুনাশক স্প্রে করতে গিয়ে অসুস্থ্য হয়ে পড়ে। এসময় প্রতিবেশী অন্য কৃষক দেখতে পেয়ে স্বজনদের খবর দিলে এলাকাবাসীর সহায়তায় হেলাল মিয়াকে রায়পুর সরকারি হাসপাতালে এনে ভর্তি করান। ডাক্তাররা হেলালের শরীর থেকে নমুনা সংগ্রহ করে তাকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর হাসপাতালে প্রেরন করেন। রাতে একজন ডাক্তার এসে ডায়রিয়ার চিকিৎসা দিয়ে চলে যান। এরপর হাসপাতালের কর্তব্যরত নার্সদের ডেস্কে সারারাতে প্রায় ১০/১৫ বার গিয়েও চিকিৎসা সেবা অথবা ঔষধ দিতে পাওয়া যায়নি। কোন ডাক্তার না আসায় চিকিৎসার অভাবে সোমবার বিকেলে মারা যান হেলাল উদ্দিন।

এ ঘটনায় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সাদিয়া রহমান জানান, অসুস্থ্য হেলাল উদ্দীন শ্বাস রোগ ও ডায়রিয়ায় ভুগছিলেন। করোনায় না অন্য রোগে মারা গেছেন তার নমুনা সংগ্রহ করে চট্রগ্রাম পাঠানো হয়েছে। রিপোট আসতে ৭/৮ দিন সময় লাগবে। তখন বলা যাবে করোনা না অন্য রোগে মারা গেছেন তিনি। তার মৃত্যুতে আমার কোন অবহেলা ছিলোনা। স্বজনদের অবহেলার কারনেই হেলাল উদ্দীন মারা গেছেন।

রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বাহারুল আলম মুঠোফোনে জানান, এই রোগীর করোনা আছে কিনা জানার জন্য তার নমূনা সংগ্রহ করা হয়েছে এবং রেজাল্ট আসলেই আমরা বিস্তারিত জানাতে পারবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ