আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

রাতের আঁধারে ছুটে চলছে রাহাত

 

প্রিন্স ঘোষ

করোনাভাইরাসের জন্য সাধারণ ছুটি চলছে সারা দেশে । বন্ধী জীবন কাটাচ্ছে সবাই। থমকে গেছে জন জীবন। সবচাইতে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত পরিবারগুলোকে।দীর্ঘদিন সব কিছু বন্ধ থাকায় বিপাকে পরেছে মধ্যবিত্ত পরিবারগুলো কিন্তু মধ্যবিত্ত মানুষেরা আত্যসম্মানের ভয়ে হাত পেতে চাইতে পারচ্ছেন না খাবার। অনেকেই নিম্ন আয় এর মানুষদের জন্য ত্রাণের ব্যবস্থা করছে। সাভার আড়াপাড়ার বাসিন্দা ছাত্রলীগ কর্মী রাহাত বিন এনাম যোগাযোগ করছেন সেই সব ত্রান দাতাদের সাথে এবং সেখান থেকে ত্রাণের ব্যবস্থা করে তা পৌঁছে দিচ্ছে সমস্যায় থাকা মধ্যবিত্ত পরিবারগুলর কাছে। রাতের আঁধারে বাসার দরজার সামনে রেখে আসছে চাল, ডাল ও অন্যান্য নিত্য প্রয়োজীয় খাদ্য সামগ্রীর একটি করে প্যাকেট যার ওপরে লেখা উপহার। এই ব্যপারে রাহাত জানায় বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের খাদ্য পাওয়া অধিকারের মধ্যে পরে, এতা ত্রান হয় তাদের অধিকার।তিনি আরো বলেন এই পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার অধিকার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ