আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রিন বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

 

আব্দুল্লা আল মামুন :

বাংলাদেশের স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫ আগষ্ট শনিবার ১১.৩০ মিনিটে অনলাইন ভিডিও কনফারেন্স ভিত্তিক এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

১৯৭৫ সালের আজকের দিনে বাংলাদেশ হারায় হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বাংলার রাজপুত্র শেখ মুজিবুর রহমানকে ও তার পরিবারকে। ধানমন্ডির সেই বাড়িতে সেদিন রাতে বয়ে যায় রক্তের বন্যা। নির্মম ভাবে হত্যা করা যায় পরিবারের সকল সদস্যকে। যা বঙ্গালী সারাজীবন মনে রাখবে এক কলঙ্কজনক অধ্যায় হিসাবে।

অধ্যাপক ড. মোঃ গোলাম সামদানী ফকির ( উপাচার্য গ্রিন বিশ্ববিদ্যালয়) এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ওবায়দুল কাদের মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এছাড়াও উপস্থিত ছিলেন ড. মোঃ মুরাদ হাসান মাননীয় প্রতিমন্ত্রী তথ্য মন্ত্রণালয়, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন চেয়ারম্যান বোর্ড ওফ ট্রাস্টিজ (জিউবি),৷ লেঃ জেঃ মোঃ মাঈনুল ইসলাম (অবঃ) সিইও, ইউএস বাংলা গ্রুপ।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী এই ইতিহাস এক কলঙ্কজনক ইতিহাস।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ