আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবানে প্রদীপ প্রজ্জ্বলন

হিরু কান্তি দাশ 
বান্দরবান প্রতিনিধি :
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবানে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শুক্রবার ( ১৪ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় বান্দরবান জেলা ছাত্রলীগ আয়োজনের জেলা শহরের বঙ্গবন্ধু প্রাঙ্গণে বঙ্গবন্ধু প্রতিকৃতি প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে  এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ নেতৃত্বের সভাপতিত্বে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এই সময় পৌর মেয়র ইসলাম বেবী, জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাস এবং বান্দরবান জেলা আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানে অতিথিরা  শোক দিবস উপলক্ষে দাঁড়িয়ে  নীরবতা পালন করেন এবং বঙ্গবন্ধু  কর্মময়  জীবনের তাৎপর্য তুলে ধরেন ।
এসব বক্তব্যরা বলেন, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের দেশের জন্য যে অবদান রেখে গেছেন তার বাঙালি সারা জীবন  শ্রদ্ধাভাবে স্মরণ করবে।
যত দিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু নাম বাঙালি জাতির অন্তরে গেঁথে থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ