আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

করোনা পরবর্তীতে শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে প্যানেলে নিয়োগ চাই

 

মোঃ মুশফিকুর রহমান,
লালমোহন, ভোলা :

করোনা ভাইরাসের পরবর্তীতে মূল শিক্ষা ব্যবস্থার গতি ধারা অব্যাহত রাখতে প্রাথমিক বিদ্যালয়ের তীব্র শিক্ষক সংকট দূর করার জন্য এখনই পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময়। রিট জটিলতায় পরে প্রাথমিক বিদ্যালয় গুলোতে দীর্ঘ ৫ বছর নিয়োগ বন্ধ ছিল এবং বর্তমানে করোনা ভাইরাসের প্রভাবে শিক্ষা ব্যবস্থা একেবারেই থমকে গেছে।
দীর্ঘ ৫ বছর ধরে বিজ্ঞপ্তি বন্ধ থাকায় ২০১৮ সালের নিয়োগে আবেদনকারী ছিল বাংলাদেশের ইতিহাসে সব চেয়ে বেশী।
২৪ লক্ষাধিক, যার মধ্যে ৫৫ হাজার ২৯৫ জন উত্তীর্ণ হই।
তীব্র শিক্ষক সংকট থাকা সত্ত্বেও এর থেকে ১৮ হাজার নিয়োগ করা হয়। দীর্ঘ ৫ বছর বিজ্ঞপ্তি বন্ধ থাকায় উত্তীর্ণদের বয়স শেষ, তাই মানবিক দিক বিবেচনা করে।
করোনা পরবর্তীতে শিক্ষার ধারাবাহিক মান বজায় রাখতে ২০১৮ সালের চূড়ান্ত নিয়োগ বঞ্চিতদেরকে প্যানেলে নিয়োগ দিন।
মোঃ মুশফিকুর রহমান হাওলাদার,
প্যানেল প্রত্যাশী,ভোলা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ