আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সাভার ওয়াই.এম.সি.এ

 

 

নিজস্ব প্রতিবেদক :

 

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে মানুষের জীবিকা নির্বাহ করা হয়ে পড়েছে বিপর্যস্ত। হুমকির মধ্যে থাকা সাভার এলাকাকে ইতিমধ্যে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

আজ ২৬ জুন, শুক্রবার সকাল ৯ ঘটিকায় সাভার ওয়াই.এম.সি.এ (Savar YMCA – Young Men’s Christian Association) -এর পক্ষ থেকে সাভার পৌরসভা ও ইউনিয়ন পরিষদ তথা ধরেন্ডা ধর্মপল্লীর অন্তর্ভুক্ত চারটি গ্রাম যাথাক্রমে রাজাসন, ধরেন্ডা, কমলাপুর ও দেওঁগাও এলাকায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মোট ৬০ টি পরিবারের হাতে মানবিক সহায়তা হিসেবে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিটি পরিবারকে
৫ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ২ কেজি আটা ও একটি করে সাবান প্রদান করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন সাভার ওয়াই.এম.সি.এ -এর সম্মানিত প্রেসিডেন্ট তপন টমাস রোজারিও, সম্মানিত ভাইস-প্রেসিডেন্ট ডাঃ মার্সেল পেরেরা, ট্রেজারার শিপু পরিমল কস্তা, বোর্ড অব ডিরেক্টর উজ্জ্বল গমেজ, লিন্টাস রোজারিও, সদস্য জুয়েল কস্তা, জেনারেল সেক্রেটারী রনেল কস্তা, প্রোগ্রাম সেক্রেটারী শ্যামল পাড়ৈ, ধরেন্ডা ক্রেডিট ইউনিয়ন এর বোর্ড অব ডিরেক্টর বাপ্পি গমেজ। এছাড়াও উপস্থিত ছিলেন সাভার ওয়াই.এম.সি.এ স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

সাভার ওয়াই এমসিএ এর সম্মানিত প্রেসিডেন্ট তপন টমাস রোজারিও দৈনিক আগামীর সংবাদ কে জানান সাভার ওয়াই এমসিএ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক কার্যক্রম করে আসছে। দেশের এই পরিস্থিতিতে করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ