আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ঈশ্বরগঞ্জে  গৃহবধুর ঝুলন্ত  লাশ উদ্ধার

 

 

আশরাফুল কবির ভুঞা ফাহাদ,ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

 

 

 ঈশ্বরগঞ্জে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরার পরদিন এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার মগটুলা ইউনিয়নের বানাশ্রম গ্রামে স্বামীর বাড়ি থেকে ইয়াসমিন আক্তার (২১) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

ইয়াসমিন উপজেলার রাজিরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের নূরুল ইসলামের মেয়ে। তার পরিবারের অভিযোগ, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইয়াসমিনের দেবর শনিবার বিকেলে তাকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে যায়। এরপর রোববার রাত ১২টার দিকে ইয়াসমিনের পরিবারকে জানানো হয়- ইয়াসমিন নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইয়াসমিনের বাবা নূরুল ইসলাম অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার মেয়ের কাছ থেকে নানাভাবে টাকা চাইতো স্বামী হেলাল। দফায় দফায় টাকাও দেন তিনি। এরই মাঝে মাসখানেক আগে জোর করে তার মেয়ের গর্ভপাত ঘটানো হয়। এরপর মেয়ে তার বাড়িতেই ছিল। শনিবার বিকেলে মেয়ের দেবর এসে তাকে নিয়ে যায়।

তিনি দাবি করেন, তার মেয়েকে হত্যার পর তার স্বামীর বাড়ির লোকজন লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ জানান, বাহ্যিক দিক থেকে হত্যার আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ