আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সরকারের নির্দেশের পরও গাজীপুরে বিদ্যুত বিল অস্বাভাবিক

 

মনিরুল ইসলাম মেরাজ, গাজীপুর শ্রীপুর প্রতিনিধী :

করোনা ভাইরাসের পাদুর্ভাবের কারনে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের নির্দেশে বাড়ি গিয়ে বিল প্রনয়ন ব্যবস্থা বাদ দিয়ে মার্চ, এপ্রিল ও মে মাসের বিল আগের সকল বিলের গড় হিসেবে প্রনয়ন করার নির্দেশ দেওয়া হয়। তাই সেই নির্দেশ বাস্তবায়ন করার জন্য গড় বিল হিসেবে তা প্রনয়ন করা হয়। তবে সেই বিল গ্রাহকদের দেওয়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। গ্রাহকদের অভিযোগ আগের তুলনায় দুই থেকে তিন গুন বেশি বিল প্রনয়ন করা হয়েছে।বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্তী আগেই এই বিষয়ে সতর্ক করার পরও এমন হওয়ায় জনমনে ধোয়াসার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে ব্যাবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।এই বিষয়ে বিশেষঙ্ঘরা বলেন বাড়ি না গিয়ে বিল প্রনয়ন করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ