আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

আয়ের খাত সৃষ্টির লক্ষে রাসিক তিন হাজার কোটি টাকার বাজেট উপহার দিতে যাচ্ছে 

 

 

জিয়াউল কবীর, \ মো: নাঈম ইসলাম (মুন্না )- রাজশাহী ব্যুরো:

 

রাজশাহী সিটি কর্পোরেশনের ২০১৯-২০২০ অর্থ বছরের সংশোধিত বাজেট ও ২০২০-২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রনয়ণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজবুধবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।সভায় সভাপতির বক্তব্যে মেয়র বলেন,আগামী অর্থ বছর থেকে তিন হাজার কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হচ্ছে। করোনা এ সঙ্কট কাটিয়ে উঠে আগামীতে মহানগরীর উন্নয়নে কর্মযজ্ঞ শুরু হবে ।রাজশাহী সিটি কর্পোরেশনের নাগরিক সেবা ও দৈনন্দিন কার্যক্রম গতিশীলকরণের লক্ষ্যে ৬টি বিভাগ হতে ৯টি বিভাগে উন্নীত করা হবে। এ শাখাগুলোর আওতা ও পরিধি বৃদ্ধি করা হবে। নাগরিক সেবার মান বৃদ্ধিসহ রাসিকের সকল কার্যক্রম অব্যাহত রাখতে সকল কার্যক্রম এগিয়ে চলছে। জমি ক্রম করে নতুন আবাসিক এলাকা স্থাপন, সিএনজি স্টেশন স্থাপনসহ নানামুখী উদ্যোগ গ্রহণের মধ্যে দিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধির পাশাপাশি নাগরিক সেবা বৃদ্ধি করা হবে। আয়ের নতুন নতুন খাত সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হবে।যার সুফল ভোগ করবে রাজশাহীবাসী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ