আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ঢাকা জেলার বহিরাগত ক্যাডেট এস আই(নিরস্ত্র) পদে নির্বাচিতদের পুলিশ সুপারের শুভেচ্ছা

 

রনজিত কুমার পাল বাবু
নিজস্ব প্রতিবেদক :

 

ঢাকা জেলা হতে প্রশিক্ষণের জন্য মনোনীত ২০২০ সনের বহিরাগত ক্যাডেট এস আই (নিরস্ত্র) পদে প্রাথমিকভাবে নির্বাচিতদেরকে শুভেচ্ছা উপহার দিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম মহোদয়।

বুধবার (১০ জুন ) দুপুরে ঢাকা জেলার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের আলাউদ্দিন পার্কে এ শুভেচ্ছা উপহার বিতরন করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাঈদুর রহমান, পিপিএম (অপরাধ উত্তর), অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ তাহমিদুল ইসলাম,(সাভার সার্কেল) ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, ঢাকা জেলা উত্তরের ওসি-ডিবি আবুল বাসার, ওসি (তদন্ত) কামাল হোসেন, ওসি (অপারেশন) মাসুদুর রহমান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম মহোদয় বলেন, করোনাভাইরাস বিশ্ব মহামারী। পৃথিবীর বহু দেশ আজ বিপর্যস্ত হয়ে পড়েছে এই ভাইরাস সংক্রমনের কারনে। বহু মানুষ প্রান হাড়িয়েছেন। আর এই মহামারী থেকে নিজেদের রক্ষার একমাত্র উপায় সামাজিক দুরত্ব বজায় রাখা, স্বাস্থ্য বিধি মেনে চলা। তাই আমি সকলের প্রতি অনুরোধ করবো আপনারা ঘরে অবস্থান করুন, পরিবারকে সময় দিন। পরিবারকে, সমাজকে, দেশকে এই মহামারী ভাইরাস থেকে রক্ষা করুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ