আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

করোনা জয়ী ডা. মাসুদ রানা সহ ৪ জন কর্মস্থলে যোগ দিলেন

 

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:

স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করতে গিয়ে নিজেই আক্রান্ত হন করোনা ভাইরাসে,কিন্তু ভেঙে পড়েননি। দৃঢ় মনোবল নিয়ে সুস্থ হয়ে রোগিদের সেবা দিতে আবার ও কর্মস্থলে ফিরেছেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা। অসুস্থ হওয়ার ২৪ দিন পর আজ ২৮ মে বৃহস্পতিবার কাজে যোগ দিয়েছেন তিনি। তার সাথে অধিনস্থ মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) সত্যজিৎ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) জাহাঙ্গীর আলম ও অফিস সহায়ক লাভলী আক্তার করোনা জয় করে কর্মস্থলে যোগ দেন। তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন।

ডা. মাসুদ রানা জানান, সামান্য কাশি হলে গত ৩ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল পাঠানো হয়। ১০ মে নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। ওই দিনই আবার তার দ্বিতীয় দফা নমুনা পাঠানো হয়। সেটা ১৩ মে নেগেটিভ পাওযা যায়। ১৩ মে তৃতীয় দফা নমুনা পাঠানো হলে ১৫ মে রাতে ফলাফল নেগেটিভ পাওয়া যায়।। পরে বাসায় ১৪ দিন কোয়ারেন্টিনে থাকেন।

তিনি আরো জানান, উপজেলা পর্যায়ের কর্মকর্তা হিসেবে মার্চ ও এপ্রিল মাসে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় নানা কাজে যেতে হয়েছে। এ সময় ২শ জনের মত নমুনা সংগ্রহের কাজে অংশ নিতে হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে স্থায়ী টিকাদান কেন্দ্র। সম্প্রতি স্থাপন করা হয়েছে নমুনা সংগ্রহ বুথ। কার্যালয়ে বসে অন্য কর্মকর্তা-কর্মচারীর সাথে কাজ করতে হয়েছে।

করোনা পজেটিভ ব্যক্তিদের দৃঢ় মনোবল রাখতে হবে উল্লেখ করে, এ স্বাস্থ্য কর্মকর্তা জানান,আইসোলেশেন ও কোয়ারেন্টিনে থেকেও হটলাইনে টেলিমেডিসিন সেবা দিয়েছি। সদর উপজেলা ও পৌরসভায় বিদেশ ফেরত ব্যক্তিদের কোয়ারেন্টিন তদারকি করেছি। করোনা পজেটিভ ব্যক্তিদের নিয়মিত খোঁজ খবর নিয়েছি। আতংকিত না হয়ে মনোবল রাখতে সাহস যোগাতে হবে।

দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের এ বাসিন্দা বলেন, আক্রান্ত হওয়ার পর পুরোপুরি একা হয়ে যাই। এমন কঠিন বাস্তবতা পেরিয়ে কাজে যোগ দিতে পেরে অন্য রকম ভালো লাগছে। করোনায় আক্রান্ত হওয়া দোষের কিছু নয়, তাদের পাশে দাঁড়াতে হবে,এ জন্য সবার সহযোগিতা দরকার। সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন বলেন, চিকিৎসা শেষে ডা. মাসুদ রানা কাজে যোগ দেওয়ায় আমরা খুশি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ