আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

৩০ মের পর বাড়ছে না সাধারণ ছুটি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 

 

নিজস্ব প্রতিবেদক :  

কোভিড-১৯ প্রতিরোধে জনগনের সুরক্ষার কথা চিন্তা করে সরকার বিভিন্ন সময়ে ধাপে ধাপে সাধারন ছুটি ঘোষণা করে আসছে। কিন্তু মানুষের জীবনযাত্রা ও দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে ছুটি ৩০ মের পর আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সেক্ষেত্রে সরকারি স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে বিভিন্ন কার্যক্রম চলমান রাখাতে পারবে প্রতিষ্ঠান।

৩১ মে থেকে ১৫ জুন সীমিত আকারে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু থাকবে।
গণপরিবহন বন্ধ, স্বাস্থ্যবিধি মেনে উড়োজাহাজ চলতে পারবে।
প্রতিষ্ঠানগুলো নিজস্ব পরিবহনে কর্মী আনা-নেয়া করতে পারবে।
বয়ষ্ক, অসুস্থ ও গর্ভবর্তী নারী কর্মক্ষেত্রে যেতে পারবেন না।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, চালু থাকবে অনলাইনে কোর্স চালু থাকবে।
এক জেলা থেকে আরেক জেলায় চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।
আগামীকাল সরকারি এসব নির্দেশনার প্রজ্ঞাপন জারি হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ