আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

শেখ হাসিনার নির্দেশ ২য় ধাপে রুহিয়া বেগম হাসির ইমাম ও মুয়াজ্জিনদের ইদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন

 

মতিউর রহমানঃ পিরোজপুর জেলা প্রতিনিধি:

বিশ্বে মহামারি আকার ধারন করা করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণে পৃথিবী আজ নিঃস্তব্ধ। শুরুর দিকে এই ভাইরাসের ভয়াবহ সম্পর্কে না যেনে তেমন কোন গুরুত্ব দেয়নি মানুষ। কিন্তু এর শেষ পরিনতি মৃত্যু হতে পারে সেটা যেনে অন্যান্য দেশের মানুষের মাঝে সচেতনতা আসলেও বাংলাদেশের মানুষদের মাঝে অনেক ক্ষেত্রেই তেমন কোন সচেতনতা দেখা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
নিষেধাজ্ঞা অতিক্রম করে তারা প্রয়োজন ছাড়া ইচ্ছেমতো বাইরে ঘোরাফেরা করতেছেন।

কিন্ত এক শ্রেণীর মানুষ তারা পেটের ক্ষুধায় আইন অমান্য করে রাস্তায় বেরহতে বাধ্য হয়েছেন বেঁচে থাকার তাগিদে, দুমুঠো অন্ন জোগাড় করতে। তারা হলেন এদেশের দিনএনে দিন খাওয়া হতদরিদ্র শ্রমিক, জেলে, কৃষক, মুচি, কামার, কুমার, তাঁতি এই শ্রেণীর মানুষগুলো।

বাংলাদেশ সরকারের ইতিমধ্যে ব্যাপক ভূমিকা পালন করেছেন। ক্ষয়ক্ষতি মোকাবেলায় অসহায়, কর্মহীন ও শ্রমজীবী মানুষদের সহোযোগিতায় এগিয়ে আসতে তৃণমূলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারই ধারাবাহিকতায় কাউখালী উপজেলা পরিষদের সাবেক মহিলা (ভাইস চেয়ারম্যান) ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি কাজী রুহিয়া বেগম হাসি তার
ব্যাক্তিগত তহবিল থেকে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ১ম ধাপে পিরোজপুরের কাউখালী উপজেলার ৫ টি ইউনিয়নের ১হাজার পরিবারের অসহায়, কর্মহীন ও শ্রমজীবী
মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন।
এবং পর্যায়ক্রমে তার সহযোগিতা অব্যাহত থাকবে জানিয়েছিলেন।

তিনি তার দেয়া কথা রেখে এই ২য় ধাপে কাউখালী উপজেলায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ইদ উপহার ও উপজেলাধীন সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৩৮টি মসজিদে নগদ অর্থ বিতরন করা হয়েছেন।

বিতরন কালে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান
মোঃ মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ, উপজেলা আওয়ালীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন সহ অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ