পিরোজপুর প্রতিনিধি: মতিউর রহমান
পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ শনিবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে চলমান দুর্যোগ কালীন উপজেলার ৯৪০ জন ইমামের মাঝে নগদ ৫ হাজার টাকা করে ৪৭ লাখ টাকা নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জনাব রিয়াজ উদ্দিন আহমেদ, পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সহকারী কমিশনার ভূমি রিপন বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাসুদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম, হযরত মাওলানা সিদ্দিকুর রহমান।