আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

শেরপুরে কর্মহীন ফুটবল খেলোয়াড়দের ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান দিয়েছে জেলা ফুটবল এসোসিয়েশন

 

গোলাম রবিন, শেরপুর প্রতিনিধিঃ

 

ফুটবল খেলে যারা উপার্জন করে থাকেন জেলার এমন ৩৫ জন ফুটবলারের মাঝে এক হাজার টাকা করে এ ঈদ উপহার প্রদান করা হয়। শুক্রবার (২২ মে) দুপুরে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম ও ডিএফএ সভাপতি মানিক দত্ত ফুটবলারদের হাতে উপহারের অর্থ তুলে দেন। ডিএফএ সভাপতি মানিক দত্ত বলেন, স্থানীয়ভাবে সংগৃহিত ৩৬ হাজার টাকা ৩৫ জন ফুটবলারের মাঝে বিতরণ করা হয়।
তিনি জানান, করোনাকালে এর আগে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ৭ নারী খেলোয়াড়সহ ৩০ জন দুস্থ ফুটবলারকে ১ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেছেন। এছাড়া বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের (বিডিডিএফএ) পক্ষ থেকে প্রাপ্ত অনুদান ৩ কোচ ও ৬ ফুটবলারের মাঝে বিতরণ করা হয়েছে।

এ সময় ডিএফএ সাধারণ সম্পাদক হাকিম বাবুল, সহ-সভাপতি সৈয়দ রবিউল করিম মনি, কোষাধ্যক্ষ জিন্নত আলী, কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন বাবুল, মোস্তফা কামাল, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সম্পাদক মেরাজ উদ্দিন এবং ডিএফএ ও ডিএসএ’র অন্যান্য কর্মকর্তা, খেলোয়াড়, সংগঠকরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ