আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

বরিশাল সংবাদত্র হকার্স ইউনিয়নের সদস্যরা অসহায় দিন কাটাচ্ছে

 

খান ইমরানঃ

বর্তমান দেশের অবস্থা খুবই খারাপ। মহামারি করোনা ভাইরাস দিন-দিন ভয়াবহ আকার ধারণ করছে, তাই বর্তমান পরিচ্ছিতে করোনার ভয়ে অধিকাংশ গ্রাহক পত্রিকা বন্ধ করে দিয়েছে। তাই অনেক হকার সদস্যরা অসহায় হয়ে পড়ছে। তারা তাদের পরিবার নিয়ে অসহায় দিন কাটাচ্ছে। সরকার ভিবিন্ন ভাবে ত্রান দিচ্ছে। দেশের ভিবিন্ন সংগঠন বিভিন্ন ভাবে আর্থিক সাহায্য সহযোগিতা করছে।কিন্তু কোন পত্রিকার মালিক পক্ষ আজ পর্যন্ত কোন অনুদান দেয় নি। বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মোঃমাইনুল ইসলাম মুনির জানিয়েছে যে “বাংলাদেশ প্রতিদিন” ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখি সমবায় সমিতি ও সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতিকে ২০লাখ টাকা অনুদান দিয়েছেন (সূত্র “বাংলাদেশ প্রতিদিন “২০/০৫/২০২০)। অন্যদিকে বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নে কোন অনুদাণ দেয়া হয়নি। তিনি আরো জানান “বংলাদেশ প্রতিদিন ” পত্রিকার মালিক বিগত বছরের ঈদ- কুরবানীতে কোন অনুদান তাদেরকে দেয় নি। তাদের সাথে যোগাোগ করতে গেলে তাদেরকে পাওয়া যায়না । ফোন দিলে তারা ফোন রিসিভ করে না। এবং সংগঠনে কোন সদস্যদের বিপদের সময় তাদেরকে পাশে পাওয়া যায় না।তিনি আরো বলেন, আমাদের দূর্দশার সময় তাদেরকে পাওয়া যায় না। তিনি আরো বলেন, তাদের এজেন্সীর মালিক পক্ষ তাদেরকে কোন সাহায্য করে নি এবং কোন কর্তৃপক্ষের মাধ্যমেও সাহায্য করেনি। তাই সংগঠনের সভাপতি, সেক্রেটারি এবং সকল সদস্যবৃন্দ আগামীকাল থেকে “বাংলাদেশ প্রতিদিন ” বিক্রি না করার সিধান্ত নিয়েছে। এই দূর্দশার সময় সকলকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এবং সকলের কাছে দুয়া চেয়েছেন যাতে তারা তাদের পরিবার পরিজনদের নিয়ে বেচে থাকতে পারে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ