আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ ইং

পিরোজপুরে আম্পানে নিহত ৩ জেলা প্রশাসনের সহায়তা পরিবারকে 

 

 

মতিউর রহমানঃ পিরোজপুর সংবাদদাতা:

পিরোজপুর জেলায় প্রাকৃতিক দুর্যোগ আম্পানে মৃত্যুর সংখ্যা দাড়ালো তিন’জন।জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নে নিজ ঘরে পানি বন্দী হয়ে মারা যান শাহ-আলম (৫০)। ঝড়ের তীব্রতা বাড়লে ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলেনূর বেগম(৭০) এবং একই উপজেলার দাউদখালী ইউনিয়নের শাহজাহান মোল্লা(৫৫) ঝড়ের দিন সন্ধ্যায় বাড়িতে ফেরার পথে দেয়াল চাপা পরে মারা যান।

পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা দিয়েছেন জেলা প্রশাসন। নিহত ৩ জনের মধ্যে দেয়াল চাপায় মৃতব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা এবং ঝড়ের আতঙ্ক ও পানি বন্দী হয়ে মৃতব্যাক্তির পরিবারকে নগদ অর্থ ১০ হাজার টাকা সহ খাদ্য সহায়তা প্রদান করেছেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ