ইমাম হোসেন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার নলছিটিতে সড়ক দূর্ঘটনায় এক কিশোরী (১৫) নিহতের সংবাদ পাওয়া যায়। এ বিষয় স্থানীয় সূত্রে জানাযায়,
মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১১টায়
নলছিটি থেকে বারইকরন খেয়াঘাট সড়কে মোটরসাইকেল যোগে যাবার সময় ট্রাকের সাথে সংঘর্ষে মটরসাইকেল আরোহি রুপা (১৫) নামের এক কিশোরী নিহত ও মোটরসাইকেল চালক ইমরান আহত হয়েছে। দূর্ঘটনা স্থল থেকে আরোহী রুপাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অপরদিকে নলছিটি থানা পুলিশ দূর্ঘটনা স্থল থেকে ট্রাক ও মটর সাইকেল চালককে আটক করে। নিহত রুপা নলছিটি উপজেলার সরই গ্রামের ফিরোজের মেয়ে অপরদিকে আহত ইমরান বৈচন্ডি গ্রামের সুমন আকনের পুত্র বলে জানাযায়।