আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

হাতীবান্ধায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিস্কুট চুরির অভিযোগ

 

পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিস্কুট চুরির অভিযোগ উঠেছে শামসুন্নাহার বেগম (ছবি) নামে এক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। বিস্কুট চুরির পিক ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।

গতকাল রবিবার (১৭ মে) দুপুরে বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, শিক্ষার্থীদের মাঝে বিস্কুট বিতরণ শেষে অপরিচিত ২ ব্যক্তির মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দুই বস্তা বিস্কুট পাচার করেন। বিস্কুট নিয়ে ঐ দুইজন বিদ্যালয়ের পিছন দিক দিয়ে যাবার সময় এলাকাবাসী তাদেরকে আটক করে বিস্কুট নিয়ে যাবার কারণ জানতে চান। তারা উপস্থিত এলাকাবাসীকে বলেন প্রধান শিক্ষিকা বিস্কুট গুলো নিয়ে তাদের বাড়িতে যেতে বলেছে।
এলাকাবাসী সাফায়েত হোসেন বলেন, স্কুলের প্রধান শিক্ষক সামছুন্নাহার ছবি ২ জন লোকের মাধ্যমে বস্তায় ভরে বিস্কুট পাচার করছিল। এ সময় আমাদের সন্দেহ হলে তাদের আটক করি। এবং প্রধান শিক্ষকে জিজ্ঞাসা করলে তিনি বলেন বিস্কুটগুলো সভাপতির বাড়িতে পাঠানো হচ্ছিল। পরে বিস্কুটগুলো উদ্ধার করে ওই প্রধান শিক্ষকেই তার স্কুলে রেখে ওই দু’জনকে ছেড়ে দেন।
প্রধান শিক্ষিকা সামছুন্নাহার ছবি বিস্কুট চুরির অভিযোগ অস্বীকার করে জানান, বিস্কুটের বিষয়ে আমি কিছু জানি না। যাদের কাছ থেকে বিস্কুট উদ্ধার করা হয়েছে আমি তাদেরকেও চিনি না।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোখলেছুর রহমান বলেন, আমার বাড়ির নাম করে নাকি বিস্কুটগুলো বের করা হচ্ছিল। পরে আমি প্রধান শিক্ষককে ফোন করলে তিনি বলেন এলাকার কয়েকজন ছেলে তাদের আটক করেছে। আমি বিষয়টা সমাধান করছি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ