আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ ইং

রাজশাহীর গোদাগাড়ীতে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে

 

মোঃ ইসহাক গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃ

 

রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক অদ্য ১৭ মে ২০২০ তারিখ রাএী ০২:১৫ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বিদিরপুর এলাকায় র‍্যাব-৫ অপারেশন পরিচালনা করেন।
এইসময় র ৩০০ পিস ইয়াবা ও ৮০০ গ্রাম হেরোইন দুইটি মোবাইল ফোন, দুইটি সিম কার্ড, একটি মেমরী কার্ড, একটি স্কুল ব্যাগ সহ বিদিরপুর গ্রামের আব্দুল মান্নান (সেন্টুর) ছেলে রাজু আহমেদ ( ৩০) নামে এক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫ এর একটি দল।

র‍্যাব-৫ এই দলটি রবিবার রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিদিরপুর গ্রামে অভিযানটি পরিচালনা করে মাদক ব্যবসায়ী রাজু আহমেদকে ইয়াবা ও হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

গোদাগাড়ী মডেল থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ