নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়ায় জমি দখল করে মারধরের ঘটনায় জাতীয় শ্রমিক লীগের আঞ্চলিক কমিটির সভাপতি আকবর মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) দুপুরে গ্রেফতার আসামীকে আদালতে পাঠানো হয়।
এর আগে, সকালে জমি দখলে এক মামলায় আকবর মৃদ্ধাকে আশুলিয়ার কাঠালতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আশুলিয়ার কাঠালতলা এলাকায় ১৩ শতাংশ জমি নিয়ে বহুদিন ধরে বিরোধ চলে আসছিলো। পরে ওই জমিতে জোরপুর্বক দেয়াল নির্মান করেন আকবর মৃধা। আজ সকালে জমির ভিতরে অনধিকার প্রবেশ করে জমির মালিককে মারধর করেন। পরে কামরুজ্জামান নামের এক ব্যক্তি সকালে থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করলে আকবর মৃধাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।