আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ে গ্যাসের লিকেজ থেকে আগুন, একই পরিবারের দগ্ধ ৪ জন

সাভার প্রতিনিধি :

ঢাকার ধামরাইয়ে এলপিজি গ্যাসের সিলিন্ডারের লিকেজ থেকে জমা গ্যাসের আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একই পরিবারের চার জন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার (২৭ মার্চ) বিকেল ৫ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ধামরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ সোহেল রধামরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোকামটোলা এলাকার প্রবাসী ইব্রাহিম হোসেনের চার তলা ভবনের নিচ তলার একটি ফ্ল্যাটে ঘটনাটি ঘটে।

দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মো. নুরুল ইসলাম (৫৫), তার স্ত্রী সুফিয়া বেগম (৫০), গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজের এমবিবিএসের শিক্ষার্থী মেয়ে নিশরাত জাহান সাথী (২২) ও এইচএসসি পরীক্ষার্থী ছেলে সোহাগ হোসেন (১৮)। তারা সবাই ওই বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।

ধামরাই ফায়ার সার্ভিস জানায়, এলপিজি গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়ে ও ফ্ল্যাটটিতে গ্যাস জমে ছিল। ভোরের দিকে সেহরির জন্য রান্না করার জন্য আগুন জ্বালাতেই আগুন রান্না ঘরে ছড়িয়ে পরে। পরে পুরো ফ্ল্যাটে নিমিষেই আগুন ছড়িয়ে পড়লে একই পরিবারের ৪ জন দগ্ধ হন।

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের খুব সকালে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে সুফিয়া বেগমের শরীরের ৮০ শতাংশ, নুরুল ইসলামের শরীরের ৪৮ শতাংশ, ছেলে সোহাগের ৩৮ শতাংশ এবং নিশরাত জাহান সাথীর শরীরের ১৬ শতাংশ পুড়ে গেছে।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সোহেল রানা  বলেন, ‘ আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই। তবে ঘটনাস্থলে পৌছার আগেই তাদের হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

ধামরাই থানার পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘরের প্রায় সবকিছু পুড়ে গেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ