আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে আবার ছিনতাই, টাকা ছিনিয়ে নিয়ে বেধড়ক মারধর

সাভার প্রতিনিধি:

সাভারে কোরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান জুয়েল মিয়া (২৫) কে বেধড়ক মারধর করে ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

শনিবার (২৪ মার্চ) রাত ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনী বাংলাদেশ বেতারের সামনে ইউটার্নের পাশে এঘটনা ঘটে।

ভুক্তভোগী জুয়েল মিয়া রংপুরের গঙ্গাচড়া উপজেলার ভুটকা গ্রামের মো. এনামুল হকের ছেলে। তিনি “স্টেড ফাস্ট কোরিয়ার লিমিটেড” নামের লকটি কোরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান হিসাবে কাজ করতে।

ভুক্তভোগী জুয়েল মিয়া জানান, প্রতিদিনের মত আজও বাইসাইকেল নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ডেলিভারি দিতে যাই। পার্সেল ডেলিভারি শেষে করে রাত ৯ টার দিকে রেডিও কলোনীর সাব অফিসে ফিরছিলাম। আমি ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনী বাংলাদেশ বেতারের সামনে  পৌছলে ৫/৬ জন ছিনতাইকারী আমার গতিরোধ করে। পরে জোরপূর্বক পকেটে থাকা ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আমি বাঁধা দেই। এসময় আমাকে বেধড়ক পিটিয়ে পকেটে থাকা ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা আমাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব শিকদার বলেন, এসংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ