আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং

জাবির পদার্থ বিজ্ঞান বিভাগের উইকেন্ড মাস্টার্স শিক্ষার্থীদের ইফতার মাহফিল 

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের উইকেন্ড মাস্টার্সের সাবেক শিক্ষার্থীদের (জেইউএপিই এলামনাই এসোসিয়েশন) আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় পদার্থ বিজ্ঞান বিভাগের গ্যালারি কক্ষে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষকদের পাশাপাশি প্রাক্তন ও উইকেন্ড প্রোগ্রামের শিক্ষার্থীরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে ইফতার অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দ প্রকাশ করেন।

এসময়, বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন, উইকেন্ড প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক মোহাম্মদ মোমিনুর রহমান, ও অধ্যাপক মো. ওবায়দুর রহমান প্রমুখ শিক্ষকরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেন। এছাড়া, তারা জেইউএপিই এলামনাই এসোসিয়েশনকে বিভাগের দরিদ্র শিক্ষার্থীদের প্রতি আর্থিক সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

ইফতার মাহফিলে উইকেন্ড প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থী কানিজ ফাতিমা মিম সঞ্চালনা করেন। মাহফিলে জেইউএপিই এলামনাই এসোসিয়েশনের ভিপি- মো. শরিফুল ইসলাম, শেখ মোহাম্মদ মোস্তফা, মো. আবু জাহিদ এবং সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন। এছাড়া, আরো উপস্থিত ছিলেন বিভাগের স্টুডেন্টস কাউন্সিলের ভিপি- রিজভী ও সম্পাদক হাসিব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ