আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং

ববির মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান মোঃ জামাল উদ্দীন

আব্দুল্লাহ জাইফ, ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান এর দায়িত্ব পেয়েছেন সহযোগী অধ্যাপক ড. মো. জামাল উদ্দীন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,বরিশাল বিশ্ববিদ্যালয় নিম্নবর্ণিত শিক্ষক সহযোগী অধ্যাপক ড. মোঃ জামাল উদ্দীন – কে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ২৪ (৩) ধারা মোতাবেক তিন বছরের জন্য চেয়ারম্যান পদে দায়িত্ব প্রদান করা হলো।

উল্লিখিত দায়িত্ব পালনের জন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বিধি মোতাবেক ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন, তবে যদি তিনি একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে যে কোনো একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। তিনি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মনোয়ারা বেগমের স্থলাভিষিক্ত হবেন।

নবনিযুক্ত চেয়ারম্যানকে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ