আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং

ফেনীতে সাংবাদিক রানার মুক্তির দাবিতে মানববন্ধন

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:

তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দৈনিক দেশ রূপান্তর শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে কারাদন্ড দেয়ার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও সমাবেশে করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ‘বিএমএসএফ’ ফেনী শাখা। সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানব বন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ। বিএমএসএফ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে দৈনিক ফেনীর সময় মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবদুর রহিম, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক এবেলা সম্পাদক যতন মজুমদার, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, দৈনিক মুক্ত খবর আঞ্চলিক ব্যুরো চিফ এমএ দেওয়ানী.দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, যমুনা টিভির নিজস্ব প্রতিনিধি মুহাম্মদ আরিফুর রহমান,ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমএ জাফর।

দৈনিক আমার বার্তা প্রতিনিধি এম এ সাঈদ খান, শব্দ সম্পাদক কবি মুহাম্মদ ইকবাল চৌধুরী, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী জেলা সভাপতি ও অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভুঁঞা, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এমরান পাটোয়ারী, দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি মোঃ শফি উল্যাহ রিপন, গ্লোবাল টিভি প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক যুগান্তরের সোনাগাজী প্রতিনিধি আবদুর রহিম, বাংলাদেশ ডায়েরী প্রতিনিধি কাওসার হামিদ শিকদার পিনু ও শেয়ার বিজ প্রতিনিধি কামরুল হাসান নিরব প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় নিউজ বাংলা প্রতিনিধি কামাল উদ্দিন ভুঁঞা, ফাইনান্সিয়াল এক্সপ্রেস প্রতিনিধি মফিজুর রহমান, দৈনিক সংবাদ প্রতিনিধি সাবিহ মাহমুদ, ফেনী সাংবাদিক ইউনিয়ন কোষাধ্যক্ষ সৈয়দ মনির, দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি মুহাম্মদ মিজানুর রহমান, নিউ এইজ প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক সমকালের সোনাগাজী প্রতিনিধি আবুল হোসেন রিপন, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি ইলিয়াস সুমন, সাপ্তাহিক হকার্স সম্পাদক তারেক মজুমদার, সাপ্তাহিক নীহারিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, দৈনিক কাগজের জেলা প্রতিনিধি শাহ শহীদ, রাজধানী টেলিভিশন ও দৈনিক স্বদেশ বিচিত্রা ফেনী জেলা প্রতিনিধি আলা উদ্দিন সবুজ, ইকবাল হোসেন পাটোয়ারী, এম এ আকাশ, দৈনিক কালবেলা প্রতিনিধি মিলন খন্দকার, দৈনিক আমার ফেনী প্রতিনিধি শাখাওয়াত হোসেন, দৈনিক স্বদেশ বিচিত্রার বিশেষ প্রতিনিধি সেপাল নাথ, দৈনিক দেশের কণ্ঠের প্রতিনিধি জাহিদুল ইসলাম রাজন, কামরুল আরেফীন, মুজাহিদুল ইসলাম জাবেদ, চ্যানেল টুয়িন্টি ফোরের ফটো সাংবাদিক কামরুল, বাংলা ভিশনের ফটো সাংবাদিক মিরাজুল ইসলাম মামুন, চ্যানেল আই’র ফটো সাংবাদিক কামরুজ্জামান ও নুরুল করিম আজাদসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরণের নিপীড়ন কেবল সাংবাদিকের তথ্য অধিকারই খর্ব নয়, এটি মুক্ত সাংবাদিকতায় অন্তরায়। এভাবে কালাকানুন করে গণমাধ্যমের কণ্ঠরোধ এবং সাংবাদিক হত্যা-নির্যাতন, হামলা-মামলা,গ্রেপ্তার অব্যাহত থাকলে গণমাধ্যম অস্তিত্ব হারাতে বসবে। তারা দোষীর বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণসহ অবিলম্বে সাংবাদিক শফিউজ্জামান রানার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ