জাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগীতা-২০২৪ এ তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে বোঞ্জ পদক জিতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
এর আগে, সেমিফাইনালে শক্তিশালী ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে ৭৮ -৬৫ গোলের ব্যবধানে পরাজিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পরে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ওয়াক ওভার পেয়ে ব্রোঞ্জ পদক অর্জন করে জাবি বাস্কেটবল দল
এবারের আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতায় মোট নয়টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে৷ গ্রুপপর্বে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে সেমিফাইনালে হারলেও প্রতি আসরের মতো এবারও পদক অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দল।
বর্তমানে দলটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ শরিফুল হুদা এবং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন শারীরিক শিক্ষা অফিসের উপ পরিচালক জনাব মোঃ আজমল আমিন টুটুল।