আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

গোদাগাড়ীতে সামাজিক দূরত্ব বজায় না রেখে চলছে ঈদের কেনাকাটা

 

গোদাগাড়ী প্রতিনিধিঃ

 

 

রাজশাহীর গোদাগাড়ীতে মহামারী করোনা ভাইরাস এ প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দেওয়া থাকলেও অধিকাংশ দোকানেই সামাজিক দূরত্ব না রেখে চলছে ঈদের কেনাকাটা।
১১মে সোমবার সকাল সাড়ে দশটার দিকে মহিশালবাড়ি, গোদাগাড়ী সদর এলাকায় সামাজিক দূরত্ব বজায় না রেখে ঈদকে সামনে রেখে এই চিত্র লক্ষ্য করা যায়।

বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজশাহী জেলা প্রশাসকের নির্দেশে রাজশাহী জেলা কে লকডাউন ঘোষণা করা হয়। সরকার পক্ষ থেকে সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে আগামী ১০মে থেকে সীমিত আকারের সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা/উপজেলাসমূহকে অভ্যন্তরীণভাবে ব্যবসা/বাণিজ্য, দোকানপাট, শপিংমলসহ অন্যান্য কার্যাবলী সীমিত আকারে খোলার কথা থাকলেও অনেক ব্যবসা প্রতিষ্ঠান তা আগেই সামাজিক দূরত্ব বজায় না রেখে ব্যবসা করছেন।

এদিকে মানুষের ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা থাকলেও প্রশাসনের কেউ বাজারগুলোতে গেলে মানুষের ভিড় কমে যায় আবার তারা চলে গেলে পুনরায় মানুষের ভিড় লক্ষ করা যাচ্ছে।

মানুষের ভিড় নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর তৎপরতা থাকলে হয়তো এই ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।

সম্প্রতিকালে আগামী ১০মে থেকে দেশে সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত থাকলেও রাজশাহী জেলা সদর ও পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সংগঠনগুলো করোনা ভাইরাস প্রতিরোধে দোকান না খোলার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে গোদাগাড়ী বণিক সমিতির সদস্য বলেন, সরকার নিরাপদ দূরত্ব বজায় রেখে সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খোলার কথা বললেও সার্বিক অবস্থা বিবেচনা করে গোদাগাড়ী ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধের ব্যবস্থা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ