আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

সরকারী বিধি মেনেই সিটি সেন্টার বিপনি বিতান খোলা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

সরকারী নির্দেশনা মেনে সাভারে সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে বিভিন্ন মার্কেট ও বিপনীবিতান।

সোমবার (১১ মে) সাভারে অভিজাত বিপনি বিতান সিটি সেন্টার স্বাস্থ্য বিধি মেনেই খুলে দেওয়া হয়।

জানা যায়, সরকারী নির্দেশ ও স্বাস্থ্য বিধি মেনে প্রবেশ পথে বসানো হয়েছে জীবানু নাশক স্প্রে। সিটি সেন্টারের করোনা ভাইরাস প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থার মধ্য রয়েছে থারমাল স্ক্যানার। প্রবেশ পথে সকল ক্রেতাকে থারমাল স্ক্যানার দিয়ে শরীরের তাপ মাত্রা মেপে প্রবেশ করতে হয়। সিটি সেন্টারের কতৃপক্ষ জানান প্রবেশ পথে সামাজিক দুরত্বের মধ্য দিয়ে সকল কে প্রবেশ করছে।

সিটি সেন্টারের ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ পর্যন্ত সরকারী নির্দেশ মেনেই তারা দোকান খোলা রাখছেন।

সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনি এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার নাজমুল হুদা সোমবার সকালে সিটি সেন্টারের বিপনি বিতান পরিদর্শনে আসেন।

নাজমুল হুদা বলেন, প্রাথমিক ভাবে দেখে বুঝা যায় স্বাস্থ্য বিধি মেনেই চলছে। তিনি আর বলেন মার্কেট কতৃপক্ষকে বলা হয়েছে সকল দোকানের সামনে লাল ফিতে দিয়ে তিন ফুট দুরে লাগানোর জন্য যেন ক্রেতারা সেই দুরত্বে দাড়িয়ে কেনা কাটা করতে পারে।

সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনি বলেন, সরকারী নির্দেশ ও স্বাস্থ্য বিধি মেনেই মার্কেট খোলা হয়েছে কি না তা দেখতে সরজমিনে আসেন তিনি। তিনি আরও বলেন যে সকল মার্কেট স্বাস্থ্য বিধি না মেনে খোলা রাখবেন তাদের বিরুদ্ধে সরকারের উচ্চ মহলে লিখিত ভাবে জানানো হবে। তারাই ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নিবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ