আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং

সিংগাইরে অটো চালকের লাশ উদ্ধার

 

আমিনুর রহমান, সিংগাইর প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে আব্দুল মালেক (৪৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার সিংগাইর থানা পুলিশ। সোমবার ভোর ৫টার সময় উপজেলার হেমায়েতপুর-মানিকগঞ্জ রোড সংলগ্ন ভুমদক্ষিণ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় তার অটোরিকশা পাওয়া যায়নি। আশেপাশের প্রত্যক্ষদর্শী থেকে জানা যায়, নিহতের থেতলে যাওয়া মুখ দেখে বলা মুশকিল যে এটি দুর্ঘটনা নাকি হত্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আব্দুল মালেক গতকাল রবিবার বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। অনেক চেষ্টার পরও রাতে তার খোঁজ পায়নি পরিবারের লোকজন। উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামের বড়-পাড়া এলাকায় নতুন বাড়ি করে বসবাস করতেন। তার জন্মস্থান ভোলা জেলার ইলিশা উপজেলার ইলিশা গ্রামে।

সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান,নিহত আব্দুল মালেকের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার অটোরিকশাটি না পাওয়ায় এটি হত্যা না দুর্ঘটনা বলা কঠিন। তিনি আরও জানান থানায় মামলার প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ