আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

বিজয় উদযাপনে বর্ণিল সাজে জাতীয় স্মৃতিসৌধ

সাভার প্রতিনিধি :

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। জাতির সূর্য-সন্তানদের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে ধুয়ে-মুছে রঙ তুলির আঁচড়ে প্রস্তুত করা হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সহ সকল কার্যক্রম।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, আলোক সজ্জায় সজ্জিত পুরো এলাকা। সড়কগুলোতে বাহারি রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে। লাল ইটে সাদা রঙের ছোঁয়া শুভ্রতা ছড়াচ্ছে। বিভিন্ন স্থানে লাল টবে শোভা পাচ্ছে বাহারি ফুল গাছ। লেকের পানিতে নতুন করে রোপণ করা হয়েছে লাল শাপলা।

এছাড়াও দেখা যায়, স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চারদিক সিসিটিভির আওতায় আনা হয়েছে।

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত-বিভাগের উপ-প্রকৌশলী মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এবার বিজয় দিবস উদযাপনে স্মৃতি সৌধকে দৃষ্টি নন্দন করা হয়েছে। নতুন নতুন ফুলের চারা রোপন করা হয়েছে। এক মাস নিরলস পরিশ্রম করে সৌন্দর্য বর্ধনের সকল কাজ প্রায় শেষ।

উল্লেখ্য: আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিএনপি ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ । এরপরেই স্মৃতিসৌধ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ