আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

সিংগাইরে সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের ত্রাণ বিতরণ

 

আমিনুর রহমান,সিংগাইর প্রতিনিধি:

 

সিংগাইরের কৃতি সন্তান সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন তার নিজস্ব অর্থায়ানে গতকাল ১০ই মে দরিদ্র,অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় তিনি সকল স্তরের জনগণকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান। তিনি বলেন যে, ‘আজ আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটি তৃতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ একটা মেডিকেলে ওয়ার- এর মধ্যে আছি । শুধু আমরা না পুরো বিশ্ববাসী আজ বিপন্ন ও বিপর্যস্ত। পরম করুনাময় আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই তার সৃষ্টির এই অনিষ্ট থেকে। এই করোনাভাইরাস কোভিড-19 এর বিরুদ্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে ,সজাগ থাকতে হবে। কারণ এখন পর্যন্ত এর ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি।’

এছাড়াও তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি আমার সীমাবদ্ধতার মধ্য দিয়ে মাত্র ১০০০ পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। আপনাদের কাছে দোয়া চাই ভবিষ্যতে আল্লাহ যদি তৌফিক দেয় আমি আরো যাতে বেশি করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।’

তিনি এই মুহূর্তে দল-মত ভুলে নির্বিশেষে সকলকে সরকারের পাশাপাশি যারা বিত্তবান কিংবা যার সামর্থ্য আছে তারা যেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানায়।

সোশ্যাল ডিস্ট্যান্স রক্ষার্থে এবং কোন ফটোসেশন না করে দরিদ্র,অসহায় ও দুস্থ মানুষের বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তিনি।

তার ছোট ভাই স্বপনের সহযোগিতা ও মিল্টনের সার্বিক তত্ত্বাবধানে সিংগাইরের বিভিন্ন এলাকায় এই ত্রাণ বিতরণ কর্মসূচী পরিচালিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ