আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সরাইলের মুজিবুর রহমান মাস্টারের মৃত্যুতে অরুয়াইল শিক্ষক সমিতির শোক প্রকাশ

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

 

সরাইল অরুয়াইলের মোঃ মজিবুর রহমান মাস্টারের মৃত্যুতে অরুয়াইল ক্লাস্টার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির শোক প্রকাশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামের বিশিষ্ট ব্যাক্তিত্ত, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক( অবসর প্রাপ্ত) মোঃ মুজিবুর রহমান চলে গেলেন না ফেরার দেশে। আজ ১০মে রবিবার দুপুর ১২ ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন (ইন্ননিলালাহি ওয়া ইন্নইলাইহি রাজিউন)। বাদ আসর জানাজার নামাজ শেষে অরুয়াইল কবর স্থানে দাফন করা হয়। তিনি দীর্ঘ দিন যাবত অসুস্থতায় ভোগছিলেন। মৃত্যকালে বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর।তিনি স্ত্রী ও ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মোঃ মজিবুর রহমান মাস্টার অরুয়াইল ইউনিয়নের রানিদীয়া গ্রামের মরহুম হাজী আব্দুজ জাহের মাস্টারের বড় ছেলে। জন্ম সূত্রে তিনি রানীদিয়া গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে অরুয়াইল গ্রামের বাসিন্দা।

উনার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন অরুয়াইল ক্লাস্টার প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম দানা সহ সভাপতি মোঃ শামীম আহমেদ, মাহবুবর রহমান মাখন সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সহঃসভাপতি মোঃআসিফ ইকবাল খোকন সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান যুগ্ম সাধারণ বাপ্পী রায় ও মোঃ সেলিম আহমেদ,কোষাধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অজিত চন্দ্র দাস,দপ্তর সম্পাদক মোঃ শফিকুল আলম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রিড়া সম্পাদক মোঃ সামিনুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন ও মোঃ ফরিদ মিয়া, প্রমুখ,।বিবৃতিদাতারা বলেন উনি একজন সদা হাসিখুশি ও উদার মনের মানুষ ছিলেন। সকল ছাত্রদের প্রিয় শিক্ষক ছিলেন। উনার জান্নাতবাসী কামনা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ