আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

আমদানি কমে যাওয়ায় কিছু খাদ্যপন্যের দাম বৃদ্ধি পেয়েছে, বাণিজ্যমন্ত্রী

মোঃ ওয়াসিমুল বারী সিয়াম,

বানিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রবি মৌসুমের নতুন ফসল না আসা পর্যন্ত উর্দ্ধমুখী খাদ্যপণ্যের দাম আপাতত কমার কোন সুযোগ নেই। আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারন করা হলেও তা ধরে রাখা সম্ভব হয়নি। পেঁয়াজ আমদানীতে ভারত ট্যাক্স বৃদ্ধি করায় গোটা দেশে বেড়েছে পেঁয়াজের দাম।

এছাড়াও আমদানী কমে যাওয়ায় কিছু খাদ্যপন্যের দাম উর্দ্ধমুখি হয়েছে। বাজার নিয়ন্ত্রনে সরকারের সুপরিকল্পনা রয়েছে। মন্ত্রনালয়ের চেষ্টাও আছে এরপরেও নিয়ন্ত্রন করা যাচ্ছেনা বাজার। আগামী ডিসেম্বরের দিকে নতুন পন্য আসতে শুরু করলে সংকট কেটে যেয়ে স্বাভাবিক হবে নিত্যপন্যের বাজার।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে রংপুর নগরীর লেকভিউ সিটি পার্কের নিজ বাসভবনে গনমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

খাদ্যপন্যের অস্থিরতার বাজারে দ্বাদশ জাতীয় সংসদ ও রোজায় কোন প্রভাব পরবে কিনা এমন প্রশ্নের উত্তরে টিপু মুনশি বলেন, বিশ্বমন্দা অর্থনীতিতে কম বেশি সব দেশেই এর প্রভাব পরেছে সেদিক থেকে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে।

ছয় দিনের সফরে নিজ সংসদীয় আসন রংপুরে এসে পরে নগরীর ক্রিকেট গার্ডেনে রংপুর মেট্রো পলিটন চেম্বার অব কমার্স আয়োজিত মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, রংপুর মেট্রো পলিটন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ