আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ২ সাংবাদিকসহ গ্রেপ্তার ৩

 

খান ইমরান:

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বরগুনার স্থানীয় দুই সাংবাদিকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন ।

গ্রেপ্তার তিন জন হলেন— বেসরকারি চ্যানেল নিউজ টোয়েন্টিফোর ও বাংলা ট্রিবিউনের বরগুনা প্রতিনিধি সুমন শিকদার, অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর.কমের বরগুনা প্রতিনিধি মীর জামাল ও রমিজ জাবের টিংকু নামে একজন।

আবির হোসেন মোহাম্মদ দৈনিক আগামীর সংবাদ কে বলেন, ‘গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাদেরকে শহরের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বরগুনা থানা হেফাজতে রাখা হয়েছে। আজ আদালতে পাঠানো হবে।’

তিনি জানান, গতকাল এক নারী তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলায় সাত জনের নাম উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া তিন জন ছাড়া অন্য আসামিরা হলেন— আসাদ সবুজ, রাব্বি, ছগির হোসেন ও রুবেল। বাদীর অভিযোগ, আসামিরা তার ও তার মায়ের বিরুদ্ধে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে মিথ্যা, বানোয়াট গুজব ছড়িয়েছেন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ