আজ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৩ ইং

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য ২০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা

 

বিশেষ প্রতিনিধি: হাসিবুল হাসান ইমু

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শিক্ষার্থীর স্বাভাবিক শিক্ষাজীবন নিয়ে তৈরি হয়েছে নানা সংশয়। তখনই ছাত্র-ছাত্রীদের গতিশীল শিক্ষাজীবন নিশ্চিতকল্পে প্রায় ২০ কোটি টাকার এক বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কতৃপক্ষ ।

শিক্ষার্থীদের জন্য কারিগরি সহায়তা বৃদ্ধি ও অনলাইন ক্লাসে অংশগ্রহণ শতভাগ নিশ্চিতের লক্ষ্যে ওয়ান স্টুডেন্ট, ওয়ান ল্যাপটপ প্রকল্পের আওতায় জরুরি ভিত্তিতে বিতরণ করা হবে ২ হাজার ৫’শ ল্যাপটপ। যাবতীয় সুবিধাদির যথাযথ ব্যবহারের মাধ্যমে এই বৈশ্বিক সঙ্কট কালেও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারবে বলে কর্তৃপক্ষ আশা করছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ