আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

ম্যাজিস্ট্রেটের উপর সন্ত্রাসী হামলা, মামলা দায়ের

 

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। বুধবার (৬ মে) সাড়ে ৯ ঘটিকার সময় আশুলিয়া হাটবাজার পরিদর্শনে গেলে এই হামলার শিকার হন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

হামলার ঘটনায় আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী (নাজির) মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত এজাহার দায়ের করলে থানায় মামলা রেকর্ড হয়।

মামলার এজাহারে বাদী মোঃ ইকবাল হোসেন জানান, (বুধবার) সকাল সাড়ে নয়টার সময় সহকারী কমিশনার (ভূমি) আশুলিয়া রাজস্ব সার্কেল জনাব তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ সাথে আশুলিয়া হাটবাজারের অবস্থার দর্শণ করতে যাই। অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জন লোক ডেকে এনে আকস্মিকভাবে আমাদের উপর আক্রমণ করে এবং এলোপাথারি আঘাত করে।
মামলায় ৪ জনের নান উল্লেখ করে আর ও ৪০ /৫০ জনের নামে মামলা দায়ের করে। ১। রুহুল মাদবর, পিতা- মৃত মজুল মাদবর, ২। আবু তালেব বাবু, পিতা- মৃত মজুল মাদবর, ৩। আলামিন মাদবর, পিতা- আলি মাদবর, সর্ব সাং টঙ্গাবাড়ি, আশুলিয়া, সাভার, ঢাকা এবং ৪। বিপ্লব সাহা, পিতা- মৃত হরিদাস সাহা, ঠিকানা- দক্ষিণপাড়া, সাভার, ঢাকা সহ অজ্ঞাতনামা বেশ কিছু স্থানীয় বাজারের দোকানদার এই ষড়যন্ত্র এবং আক্রমণে লিপ্ত ছিলো।

আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, নিয়মিত হাটবাজার পরিদর্শন করা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর রুটিন কাজের অংশ। এরই ধারাবাহিকতায় আজ (বুধবার) সকালে আশুলিয়া হাটবাজার পরিদর্শনে গেলে এজাহারে উল্লেখিত ব্যক্তিদের প্ররোচনায় অজ্ঞাতনামা ব্যক্তিরা আমাদের উপর হামলা করে

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, মামলা দায়ের হয়েছে আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ