আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে আর্থিক সহযোগীতার দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

 

নিজস্ব প্রতিবেদক

সাভারে আর্থিক সহযোগীতা ও সরকারি প্রণোদনার দাবিতে মানববন্ধন করে বিক্ষোভ করেছে প্রায় শতাধিক পরিবহন শ্রমিক।

বুধবার (৬ মে) সাভার থানা বাস স্ট্যান্ডে সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, করোনা মহামারির কারনে এই ভাইরাসের হাত থেকে দেশের জনগনকে রক্ষা করতে সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে আমরা সাধুবাদ জানাই। গত দেড়মাস ধরে গণপরিবণ বন্ধ ঘোষণা করা হয়েছে। এই দেড় মাসে কোন ধরনের সহযোগীতা আমরা পাইনি। এর আগেও আমরা ত্রাণের দাবিতে আন্দোলন করেছি। তার পরেও আমরা কোন ধরনের সহযোগীতা পেলাম না। তাই পেটের ক্ষুধায় আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

পরিবহণ শ্রমিক জীবন বলেন, আমাদের নামে সহযোগীতা এসেছে এটা আমরা বিশ্বাস করি। এই সহযোগীতা পরিবহনণ শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা খেয়ে ফেলেছে। তারা আজও আমাদের উস্কানি দিয়েছে রাস্তা অবরোধ করার জন্য। কিন্তু আমরা করি নি। শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আমরা জানাচ্ছি। আমরা সরকারের প্রণোদনা ও সহযোগীতা চাই। আর যদি সহযোগীতা না পাই তাহলে আমাদের গাড়ি খুলে দেওয়া হোক। এর আগে আমাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি, বিকাশ নম্বর নিয়েছে শ্রমিক নেতারা। কিন্তু আমরা কোন সহযোগীতা পাই নি।

এব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকারিয়া বলেন, কয়েজন শ্রমিকরা রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে গেছে এরকম খবর আমরা পেয়েছিলাম। তবে রাস্তায় নেমে কোন ধরনের বিশৃঙ্খলা তারা করেনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ