পার্থ ইগ্নেসিউস ডি কস্তা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌহিদুল হত্যার সাথে জড়িত খুনী আতিকুজ্জামান আশিক কে ডিবি পুলিশ গতকাল ভোর রাতে আটক করে। গত ১মে রাত ৩ ঘটিকার সময় ময়মনসিংহের তিনকোনা এলাকায় একটি মেসে চুরি করতে গিয়ে হত্যার ঘটনা ঘটনায় ঘাতকরা।
এ অভিযানে নেতৃত্ব দেয় ওসি ডিবি শাহ কামাল হোসেন আকন্দ। অভিযানে আরও ছিলেন ৩নং ফাঁড়ির পরিদর্শক দুলাল অাকন্দ,ডিবি ওসি তদন্ত ফারুক অাহমেদ আতিকুজ্জামানের বাবার নাম সোহেল মিয়া, বাড়ী জামতলা। নিহত তৌহিদুলের বাড়ী নেত্রকোনার অাটপাড়া থানায়।
ছিনতাই করতে গিয়ে তৌহিদুল আতিকুজ্জামানকে চিনে ফেলে। মোবাইলটি ছিনিয়ে নেয়ার সময় ধ্বস্তাধস্তি সময় অাতিকুজ্জামান ঘরে থাকা লোহার রড দিয়ে তার বুকে অাঘাত করে। ছিনতাইকারী চলে যাওয়ার পর বাড়ীর মালিক তৌহিদুলকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালেই তৌহিদুল মারা যায়।